জেলা

রায়দিঘির মণি নদীতে কুমির, আতঙ্কে গ্রামবাসীরা

সুন্দরবনের রায়দিঘির মণি নদীতে দেখা মিলল কুমিরের ৷ স্থানীয়দের দাবি কুমিরটির দৈর্ঘ্য প্রায় ৬ ফুট ৷ সেই সময় নদীতে অনেক মৎস্যজীবী মাছ ধরছিলেন ৷ তাঁরাই প্রথম বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি জল থেকে উঠে আসেন ৷ অন্যদিকে, নদীতে কুমির দেখতে পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই লোকজন ভিড় করে ৷ বন দফতরে খবর দেওয়া হয়েছে ৷ মনে করা হচ্ছে, রায়দিঘির পাশেই পাথরপ্রতিমা কুমির প্রকল্পে বন দফতরের তরফে কুমির ছাড়া হয়েছে নদীতে ৷ সেখান থেকেই একটি কুমির মণি নদীতে চলে এসেছে বলে জানা গিয়েছে ৷