রাসবিহারীতে ভোটারদের বিজেপির হয়ে ভোট দিতে প্রভাবিত করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, বিজেপিকে ভোট দিতে বলছে বাহিনী। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। বিজেপির পাল্টা অভিযোগ, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল। বিজেপি ও তৃণমূলের ধস্তাধস্তি বেধে যায়। ঘটনাস্থলে এসে পৌঁছয় বিশাল বাহিনী। এরই পাশাপাশি রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে চারটি বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। প্রার্থীর দাবি, তাঁকে বালিগঞ্জ শিক্ষাসদন, আর্য বিদ্যামন্দির, রাজেন্দ্রনাথ বিদ্যাপীঠ ও নব নালন্দা স্কুলের বুথে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও, তাঁর বিধানসভা এলাকায় ২০টি ইভিএম বিকল হয়ে পড়ায় ভোটগ্রহণ প্রক্রিয়া সকাল থেকে ব্যাহত হয় বলে অভিযোগ তৃণমূল প্রার্থীর। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন দেবাশিস কুমার।