আপাতত দেশের গ্রাহকদের মোবাইল নম্বরে সংখ্যা বৃদ্ধি ঘটছে না। তা ১০ সংখ্যারই থাকছে। সংবাদসংস্থা পিটিআইকে টেলিকম রেগুলেটরি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, মোবাইল গ্রাহকদের নম্বর ১১ ডিজিটের প্রস্তাব এখন তারা দিচ্ছে না। তবে ল্যান্ড লাইন থেকে কোনও মোবাইলে ফোন করতে হলে প্রথমে শূন্য (০) যোগ করতে হবে। সেই হিসেবে তখন কেবল ১১টি ডিজিট ডায়াল করতে হবে গ্রাহকদের। এই ব্যবস্থা চালু করলে এখনকার মতো গোটা দেশে অতিরিক্ত ২৫৪ কোটি ৪০ লক্ষ নতুন মোবাইল নম্বরের ভাণ্ডার তৈরি করা সম্ভব হবে। যা মোবাইল পরিষেবাদানকারী সংস্থাগুলির চাহিদার পক্ষে যথেষ্ট। তাই ট্রাই আপাতত সব মোবাইল নম্বর ১১ ডিজিট করার প্রস্তাব করেনি। উল্লেখ্য, এর আগে ট্রাই-এর সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থাসহ দেশের বহু মিডিয়া দেশের সব মোবাইল নম্বর ১১ ডিজিট করার প্রস্তাবের খবর প্রকাশ করে। জানা গিয়েছে, পরিষেবাদানকারী সংস্থাগুলির সঙ্গে আলোচনায় ট্রাই কর্তৃপক্ষ সব মোবাইল নম্বর ১১ ডিজিটে পরিবর্তন করার ব্যাপারে তীব্র বিরোধিতার মুখে পড়ে।