স্বাস্থ্যবিমার নাম করে সাইবার প্রতারণার হদিস। হাওড়ার চ্যাটার্জিহাটের এক ব্যক্তির ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোওয়া যায় প্রায় ৩৩ লাখ টাকা। এই কেসের তদন্তে নামে চ্যাটার্জিহাট থানার পুলিশ। কেসটি পরে সাইবার ক্রাইম থানার হাতে যায়। এরপর রাজ্য সাইবার সেল উইং ঘটনার তদন্তে নামে। গতকাল কলকাতার নিউটাউন থানা এলাকা থেকে ২ প্রতারককে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৩টি এটিএম ডেবিট কার্ড, ৩৮টি সিম, ৪টি মোবাইল, নগদ প্রায় ৩ লাখ টাকা, ২টি চার চাকা গাড়ি বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের নাম সুশীল কুমার জানা এবং প্রণব প্রকাশ ভূঁই। ধৃতদের শনিবার দুপুরে হাওড়া আদালতে তোলা হয়।