দেশ

ঘূর্ণিঝড় বিপর্যয় আছড়ে পড়তে পারে গুজরাত উপকূলে

আগামী ৬ ঘন্টার মধ্যে ভয়াবহ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘বিপর্যয়’। রবিবার ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে পূর্ব-মধ্য আরব সাগরে অবস্থান করা সাইক্লোনটি ঘণ্টায় ৫ কিলোমিটার বেগে উত্তর দিকে সরে গেছে। সেটি আগামী ৬ ঘন্টার মধ্যে অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।আইএমডি এর পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ উত্তর দিকে সরে যাচ্ছে এবং ১৫ জুন অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড় হিসাবে পাকিস্তান এবং সংলগ্ন সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলের কাছাকাছি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে সাইক্লোনটি মুম্বই থেকে প্রায় ৬০০ কিমি দূরে, পোরবন্দর থেকে ৫৩০ কিমি দূরে এবং করাচি থেকে ৮৩০ কিমি দূরে অবস্থান করছে।