দেশ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বিপর্যয়, গুজরাতে জারি সতর্কতা, সরানো হল ৩৭ হাজার ৮০০ জনকে

 বৃহস্পতিবার অর্থাৎ ১৫ জুন আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বিপর্যয়। গুজরাতের কচ্ছ, সৌরাষ্ট্র এবং দ্বারকা তছনছ করতে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়। ফলে গুজরাতের এই উপকূলবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে চরম সতর্কতা। আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, বুধবার থেকেই অতি ভারী বৃষ্টি শুরু হবে গুজরাটে। যার মধ্যে সৌরাষ্ট্র, কচ্ছ এবং দ্বারকায় বিপুল ক্ষতি হতে পারে। গুজরাতের মান্ডবী, জাখাউ এবং পাকিস্তানের করাচি বন্দরের মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়। বিপর্যয় আছড়ে পড়লে ঘণ্টায় তার গতিবেগ ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে সতর্ক করা হয় মৌসম ভবনের তরফে।