দেশ

বঙ্গোপসাগরের বুকে জন্ম নিল ঘূর্ণিঝড় ‘দানা’

বঙ্গোপসাগরের বুকে জন্ম নিল ঘূর্ণিঝড় ‘দানা’। হাওয়া অফিসের পূর্বাভাস সাগরের বুকে জন্ম নিয়েই ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়। সকাল থেকে কলকাতার আকাশ মেঘে ঢেকেছে। মেঘ জমতে শুরু করেছে উপকূলের আকাশে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে শুক্রবার ভোর ৫টার মধ্যে পুরী ও সাগরদ্বীপের মাঝে ধামরা বন্দরে আছড়ে পড়বে সুপার সাইক্লোন দানা । ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ থাকবে ১১০-১২০ কিমি। স্থলভাগের মাটি ছুঁলেই তাণ্ডব চালাবে দানা। এর প্রভাবে আগামী ২ দিন দক্ষিণবঙ্গে লাল-কমলা সতর্কতা জারি হয়েছে। রাজ্যের ৯ জেলায় অতি্ ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। উপকূলে ঘণ্টায় ১২০ কিমি বেগে বইতে পারে ঝড়। কলকাতায় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, ঘূর্ণিঝড়টি ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে শুক্রবার ভোর ৫টার মধ্যে পুরী ও সাগরদ্বীপের মাঝে ধামরা বন্দরে ল্যান্ডফল করবে দানা। আপাতত ওড়িশার পারাদ্বীপ থেকে ৫৬০ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬৩০ কিলোমিটার, সাগরদ্বীপ থেকে ৭০০ কিলোমিটার দূরে রয়েছে সদ্যোজন্ম নেওয়া ‘দানা’। বৃহস্পতিবার সকালের মধ্যে ভয়ঙ্কর রূপ নেবে। শক্তিশালী ঘূর্ণিঝড় রূপেই স্থলভাগে ঝাপটা দেবে ‘দানা’। আর তার প্রভাবে বৃহস্পতিবার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রতি ঘন্টায় ১২০ কিলোমিটার থেকে ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। ফলে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। বুধবার সকাল থেকে আবহাওয়া পরিবর্তন হতে শুরু করেছে। কলকাতায় আকাশ মেঘলা। বেলা বাড়লে বাড়বে বৃষ্টির পরিমাণ। দীঘা, মন্দারমনি, কাকদ্বীপ, বকখালি, পুরীর উপকূলবর্তী এলাকা খালি করে দেওয়া হয়েছে। জেলার সমস্ত ফেরি পরিষেবা বৃহস্পতিবার থেকে পুরোপুরি বন্ধ থাকবে। রাতেই জেলায় পৌঁছে গিয়েছে এনডিআরএফের অতিরিক্ত বাহিনী। নিম্নচাপের কারণে বুধবার আন্দামানের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও ওড়িশার ভদ্রক, বালেশ্বর, কেন্দ্রপাড়া, জগৎসিংহপুর, পুরী এবং খোরড়া জেলাও ভিজবে ভারী বৃষ্টিতে। বুধবার থেকে শুক্রবারের মধ্যে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনাতেও ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বাকি জেলা এবং উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।