ফের ঘূর্ণিঝড়। এবার আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ধেয়ে আসছে ভারতের পশ্চিম উপকূলের দিকে। আর সেই ঝড় গুজরাত থেকে মহারাষ্ট্রের মধ্যে আছড়ে পড়তে পারে ৩ জুন। রবিবার সতর্কবার্তায় জানিয়ে দিল আইডিএম (India Meteorological Department )। এর ফলে দেশের পশ্চিম উপকূলে ঝড়ের তাণ্ডবের সম্ভবনা দেখছে হাওয়া অফিস। আইএমডি জানিয়েছে, আরব সাগর ও লাক্ষাদ্বীপের পাশে দক্ষিণপূর্ব ও পার্শ্ববর্তী আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপরের ২৪ ঘণ্টায় এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। মনে করা হচ্ছে, মহারাষ্ট্র ও গুজরাতের উপকূলে এটি ৩ জুন নাগাদ পৌঁছে যাবে। ‘ঝড়ের তীব্রতা কতটা হচ্ছে, তা দু’দিনের মধ্যেই স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই মত্সজীবীদের সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করেছে হাওয়া অফিস। আগামী ৪ জুন পর্যন্ত সাগরে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। মহারাষ্ট্রের দক্ষিণ উপকূলে আগামী ২-৪ জুন, উত্তর উপকূলে ২-৩ জুন, এছাড়া, গুজরাত, দমন ও দিউ অংশে ৩-৫ জুন বৃষ্টি হতে পারে। এই একই কারণে কেরলে ১ জুন বর্ষা ঢুকে পড়ার সম্ভাবনা আরও তীব্রতর হয়েছে।