দেশ

শক্তি হারিয়ে তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মন্দৌস

তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মন্দৌস। তবে স্থলভাগে আছড়ে পড়ার আগেই শক্তি হারিয়েছে এই ঘূর্ণিঝড়। মন্দৌসের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় ৭০-৮০ কিলোমিটার। ঘূর্ণিঝড় মন্দৌসের প্রভাবে তুমুল বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে। এর ফলে শহরের বেশিরভাগ জায়গায় জল জমে গেছে বলেও জানা গেছে। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত বেঙ্গালুরু, কর্নাটকের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। চেন্নাইয়ে ইতিমধ্যে ১৬৯ টি ত্রাণ শিবির খোলা হয়েছে। নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। তাই জল সরানোর জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সরকারের তরফ থেকে। যদিও বাংলায় মন্দৌসের তেমন কোন প্রভাব পড়বে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।