দেশ

১০০ কিমি গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম! জারি সতর্কতা

বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় মিগজাউম। ক্রমশ শক্তি বাড়াচ্ছে সেটি। আগামী সোমবার অর্থাৎ ৪ ডিসেম্বর এই সাইক্লোন আছড়ে পড়তে পারে। তবে চেন্নাই নয়। এই শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়বে নেল্লোর এবং মছলিপত্তনম উপকূলের মধ্যবর্তী এঞ্চলে। সে সময় হাওয়ার গতিবেগ পৌঁছে যেতে পারে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সোমবারের জন্য তিরুভাল্লুর জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ২১ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা সেখানে। পুদুচেরি, করাইকাল এবং ইয়ানামে আগামী ৪ ডিসেম্বর সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। প্রশাসনের তরফে একটি আলার্ট জারি করা হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। সাইক্লোন মিগজাউমের জেরে সবচেয়ে বেশি দুর্ভোগ পোয়াতে হবে পুদুচেরির বাসিন্দাদের। ইতিমধ্যেই সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। রবিবারের পর থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। মৌসম ভবন সূত্রে খবর, যেতেহু ঘূর্ণিঝড়ের অভিমুখ উত্ত-পশ্চিম দিকে, সেহেতু বাংলায় সেভাবে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের চার উপকূলবর্তী জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে এই সাইক্লোন মিগজাউম শীত প্রবেশের পথে বড় বাধা। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত তাপমাত্রা কমার তেমনভাবে কোনও সম্ভাবনা নেই। উলটে বাতাসে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। ফলে খাতায় কলমে ডিসেম্বরের জাঁকিয়ে শীত পড়তে এখনো ঢের দেরি।