কলকাতা

ডিসেম্বরের শুরুতেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস!

ডিসেম্বরের শুরুতেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা! বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তিশালী হওয়ার পূর্বাভাসে সেই আশঙ্কার মেঘ দেখছেন আবহাওয়াবিদরা। আগামীকাল, শনিবার আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত প্রথমে নিম্নচাপ ও পরে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ শক্তি বাড়ানোয় আবহাওয়াবিদদের আশঙ্কা ডিসেম্বরের শুরুতেই বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় হবে কী না ৷ ডিসেম্বরের শুরুতেই নিম্নচাপ কি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে? সেদিকেই নজর রাখছেন আবহাওয়াবিদরা। ডিসেম্বরে এই ঘূর্ণিঝড় হলে তার নাম হবে মিগজাউম । মায়ানমারের দেওয়া এই নাম। ডিসেম্বরে এই ঘূর্ণিঝড় হলে এবছর এটি চতুর্থ ঘূর্ণিঝড় হবে। এর আগে অক্টোবরে ‘তেজ’ ও ‘হামুন’। নভেম্বরেই হয়েছে ঘূর্ণিঝড় মিধিলি। যদিও আবহাওয়া দফতর এখনও ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানায়নি। তবে আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত যে নিম্নচাপে পরিণত হওয়ার পরেও ক্রমশ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, সেই সম্ভাবনার কথা জানিয়েছে ভারতের মৌসম ভবন। তবে তার অভিমুখ কোন দিকে থাকবে সেই নিয়েও আবহাওয়াবিদরা নজর রাখছেন। আপাতত অন্ধ্রপ্রদেশ উপকূলে গেলেও মিধিলির মতো এই সিস্টেম কি রিকার্ভ করবে? এইসব প্রশ্নের উত্তর খুঁজছেন আবহাওয়াবিদরা।