এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোচা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে,তা ৭ থেকে ৯ মে-র মধ্যে ভূ-ভাগে আছড়ে পড়তে পারে। আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, আগামী ৭ মে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর ৮ মে-র মধ্যে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জান গেছে। যার প্রভাবে ওড়িশার উপূকূলবর্তী এবাকার মানুষকে সতর্ক করা হয়েছে। IMD-র দেওয়া পূর্বাভাস মোতাবেক, ৬ মে বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। তা ৭ মে শক্তি বাড়াবে। ৮ মে সকালের মধ্যে এটি নিম্নচাপ তৈরি করতে পারে বলে জানা গিয়েছে। তারপরই ৯ মে-র মধ্যেই সেটি আছড়ে পড়তে পারে উপকূলে। সেই সঙ্গে মৎস্যজীবীরা যাতে কোনওভাবে সমুদ্রে না যান, সে বিষয়েও জারি করা হয়েছে কড়া সতর্কতা। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বৈঠকে বসেছেন। উপকূলবর্তী এবাকার মানুষকে কীভাবে নিরাপদ জায়গায় সরানো যায়, সে বিষয়ে বৈঠক করেন নবীন পট্টনায়েক। ৬ মের পর থেকে তা শক্তিশালী আকার ধারণ করবে। ফলে ওডিশা জুড়ে অ্যালার্ট জারি করা হয়েছে। আগাম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ওড়িশা সরকারের তরফে। তবে এই ঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কতটা পড়বে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি আবহাওয়া দফতরের তরফে।