তামিলনাড়ুর মারাক্কামে প্রথম আছড়ে পড়েছে এই ঘূর্ণিঝড়। রাত ২টো ৩০ মিনিট নাগাদ পুদুচেরির ৩০ কিলোমিটার উত্তরে আছড়ে প্রবল ঘূর্ণিঝড় নিভার। বৃহস্পতিবার সারাদিন পুদুচেরি লগ্ন এলাকাগুলি এবং চেন্নাইয়ে দাপট দেখাবে এই ঘূর্ণিঝড়, এই আশঙ্কায় ১৬ টি জেলায় ছুটি ঘোষণা করা হয়েছে। যতক্ষণ না ঝড়বৃষ্টি থামছে, ততক্ষণ বাড়ির বাইরে না যেতে নির্দেশ দেওযা হয়েছে পুদুচেরি,তামিলনাড়ু ও কারাইকল উপত্যকার মানুষজনকে।শুধু পুদুচেরিতেই গত ২০ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। জলে ডুবেছে তামিলনাড়ু ও পুদুচেরির বেশ কিছু জেলা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক ঘণ্টা এ রকমই প্রবল ঝড়-বৃষ্টি হবে। আগেভাগে উপকূলবর্তী এলাকা থেকে দু’ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত তামিলনাড়ুর কাড্ডালোর। সেখান থেকে ৫০ হাজার মানুষকে ২৩৩টি সরকারি শিবিরে পাঠানো হয়েছে। পুদুচেরিতে ঝড়ের দাপটে পড়ে গেছে বহু গাছ। রাস্তায়ঘাটে জল জমে রয়েছে। পুদুচেরি এবং কাড্ডালোরে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। বিপাকে সাধারণ মানুষ। সূত্রে খবর, বুধবার রাত ১১ টা নাগাদ এই ঝড় অতিশক্তিশালী হয়ে ওঠে। এর অবস্থান তখন ছিল কুদ্দালোর থেকে ৫০ কিমি উত্তরপূর্বে, পণ্ডিচেরি থেকে ৪০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে।