কলকাতা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, নির্বাচন কমিশনকে বিস্তারিত তথ্য দিল আবহাওয়া দফতর

শুক্রবার সকাল থেকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ ৷ আগামী ২দিন বঙ্গোপসাগরের উপর অবস্থানের পর তার শক্তি আরও বাড়াবে ৷ তারপর গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়বে রেমাল ৷ শনিবার ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে রাজ্যে ৮ টি কেন্দ্রে ভোট। নির্বাচন কমিশনকে ঘূর্ণিঝড়ের বিষয়ে বিশদে বলা হয়েছে হাওয়া অফিসের তরফে । যদিও এই প্রাকৃতিক দূর্যোগ, ভোটে কোনওরকম প্রভাব ফেলবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত শুক্রবার সন্ধ্যায় বলেন, “সকাল থেকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে ৷ নিম্নচাপটি ঘণ্টায় ১৬ কিমি বেগে উত্তর-উত্তর পূর্ব দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে ৷ আজ সকাল ১১টা নাগাদ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পৌঁছয় নিম্নচাপ ৷ এই মুহূর্তে দক্ষিণ-দক্ষিণ পূর্ব বাংলাদেশের খেপুপাড়া থেকে ৭০০ কিলোমিটার দূরে রয়েছে সেটি। অন্যদিকে, সাগরদ্বীপ থেকে ৬৬০ কিলোমিটার দূরে এবং ক্যানিং থেকে ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে নিম্নচাপ । শনিবার সকালে এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর ঘূর্নিঝড়ে পরিণত হয়ে উত্তর দিকে অগ্রসর হবে । রবিবার মধ্যরাতে বাংলাদেশ উপকূল এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করে সাগর দ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া পৌঁছবে সেই ঘূর্ণিঝড় ৷” হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বেশকিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ বিশেষ করে সমুদ্রের কাছাকাছি থাকা জেলাগুলিতে ২৬ মে এবং ২৭ মে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে সবথেকে বেশি ৷ অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৷ এই দুই জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতাও ৷ ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে দমকা হাওয়া-সহ অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়াতেও ৷ সেইসঙ্গে, ঝড়ো হাওয়ারও সতর্কতা রয়েছে ৷ পূর্বাভাস অনুযায়ী, এই দু’দিন ১০০ থেকে ১১০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ দক্ষিণ ২৪ পরগনায় প্রতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং নদিয়ায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত মৎসজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ অন্যদিকে, ২৭ মে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি কলকাতা, নদীয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ২৮ মে দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির কোনও প্রভাব নেই । কিন্তু উত্তরবঙ্গের উপরের ৫ টি জেলা দার্জিলিং, কালিমপং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৮ তারিখ এই জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা ৷