সুপ্রিম কোর্টে পিছিয়েই যাচ্ছে ডিএ মামলার শুনানি। শুক্রবার শুনানির কথা থাকলেও তা পিছিয়ে যায়। পরবর্তী শুনানি হবে সেই গরমের ছুটির পর ১৪ জুলাই। প্রসঙ্গত, এই নিয়ে সাত বার সুপ্রিম কোর্টে পিছোল ডিএ মামলার শুনানি। এর আগে গত ১১ এপ্রিল শুনানি পিছিয়ে গিয়েছিল। ২২ মে থেকে আবার গরমের ছুটি পড়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে। খুলবে ৩ জুলাই। তারপর ১৪ জুলাই হবে শুনানি। অর্থাৎ আড়াই মাস পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। এটা ঘটনা গত বছরের ৫ ডিসেম্বর ডিএ মামলার প্রথম শুনানির দিন ধার্য হয়েছিল। তারপর থেকে শুনানি শুধু পিছিয়েই গেছে। ২১ মার্চ শুনানি হবে বলে জানানো হলেও তা ফের স্থগিত হয়ে যায়। তারপর ১১ এপ্রিলও একই ঘটনা ঘটে। বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ মামলাটির শুনানি আবার পিছিয়ে দেয়। তারপর এদিন শুনানির দিন ধার্য হয়। কিন্তু অন্যান্য মামলার চাপে এদিনও শুনানি হল না।