দেশ

সূত্রঃ কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর, সেপ্টেম্বরে ফের বাড়ছে ৩% ডিএ!

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। আগামী মাসে ফের বাড়বে মহার্ঘ্য ভাতা বা ডিএ। ফলে আর ৩ শতাংশ বৃদ্ধি পেতে পারে তাঁদের বেতন। সম্প্রতি সূত্র মারফৎ মিলেছে এই খবর। চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষবার মহার্ঘ্য ভাতা বাড়িয়েছিল নরেন্দ্র মোদী সরকার। উল্লেখ্য, সেপ্টেম্বরে ডিএ বৃদ্ধি পেতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়াবে ৫৩ শতাংশ। ২০২০-তে কোভিড অতিমারী শুরু হওয়ার পর ডিএ ও ডিয়ারনেস রিলিফ দেওয়া বন্ধ করেছিল কেন্দ্র। ফলে ১৮ মাসের বকেয়া রয়েছে এই দুই ভাতা। সেই টাকা পুরোপুরি টাকা পাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। কিছুদিন আগে শেষ হওয়া বাদল অধিবেশনে ডিএ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত জানতে চান দুই সাংসদ। তাঁদের প্রশ্ন ছিল, ‘কোভিডের সময় ১৮ মাসের যে বকেয়া মহার্ঘ্য ভাতা রয়েছে, সেই টাকা দেওয়ার বিষয়ে সরকারের কী চিন্তা ভাবনা রয়েছে?’ জবাবে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, ‘আপাতত বকেয়া ডিএ-র টাকা দেওয়া হচ্ছে না।’