জেলা

ক্ষমতায় এলে পুলিশ দিয়ে এনকাউন্টার করাবো, হুমকি বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের

ক্ষমতা এসে তৃণমূলের হার্মাদদের তাদের পুলিশ বাবাকে দিয়ে এনকাউন্টার করাবো, হুঁশিয়ার দিলেন বিজেপি বিধায়ক। তৃণমূলের পাল্টা বক্তব্য, এই ধরনের শিষ্টাচার বিজেপি করে থাকে। কিন্তু বিজেপির বিধায়ককে বলব এই ধরনের কথা বলে শান্ত এলাকাকে অশান্ত করবেন না ।নিজেদের কর্মী সমর্থকদের উত্তেজিত করবেন না। সঠিকভাবে রাজনীতি করুন। রবিবার সন্ধ্যায়উত্তর ২৪ পরগনার ঝাউডাঙা গ্রামপঞ্চায়েতের আংরাইল বাজারে নির্বাচনি পথ সভা করে বিজেপি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক বলেন,দু একটা চুনোপুটি চোর এখন অবৈধ ব্যবসা করে ফুলে ফেঁপে উঠছে। বিজেপির নেতা কর্মীদের ধমকাচ্ছে। পুলিশ বাবাকে দিয়ে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছে। আপনারা ভয় পাবেন না। এই নির্বাচনে আমরা ক্ষমতা আসবো। দেখবেন এরা বাড়ি ঢোকার সাহস দেখাবে না। আমি দ্বায়িত্ব নিয়ে বলছি এই পুলিশ বাবাকে দিয়ে এনকাউন্টার করাবো। শনিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার ঝাউডাঙা গ্রামপঞ্চায়েতের আংরাইল বাজারে নির্বাচনি পথ সভা করে বিজেপি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের উদ্যেশ্যে এমনই ভাষায় হুঁশিয়ারি দেন বনগাঁ দক্ষিণে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। বিজেপি বিধায়কের এই হুঁশিয়ারিকে পাত্তা দিতে নারাজ সেখানকার তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের নেতাদের দাবি ওই এলাকায় যদি সন্ত্রাস হত তাহলে বিজেপি নমিনেশন ফাইল করতে পারত না। আর যেখানে তারা নিজেদের প্রার্থী দেননি ,সেখানে সিপিএমের সঙ্গে সমঝোতা করেছে।