ক্রাইম

রাজস্থানে বাসে দলিত তরুণীকে গণধর্ষণ দুই চালকের, গ্রেফতার এক

 চলন্ত বাসে দুই চালকের লালসার শিকার এক তরুণী। ঘটনাটি অবশ্য গত ৯ ডিসেম্বর রাতের। পুলিস জানিয়েছে, উত্তরপ্রদেশের কানপুর থেকে জয়পুরগামী বেসরকারী বাসের ভিতর ১৯ বছরের এক দলিত তরুণীকে দুই চালক গণধর্ষণ করে  বলে অভিযোগ। ওই তরুণী চালকের কেবিনে বসেছিলেন। তখনই আরিফ ও ললিত নামে দু’জন তাঁকে গণধর্ষণ করে। এমনকী তরুণীর চিৎকার যাতে অন্য যাত্রীদের কানে না পৌঁছয়, সে জন্য তারস্বরে গান বাজানো হয়। এরইমধ্যে কোনওভাবে যাত্রীদের চোখে পড়ে যায় ওই ঘটনা। সঙ্গে সঙ্গে শোরগোল জুড়ে দেন তাঁরা। ভয় পেয়ে বাস থামিয়ে দেয় আরিফ-ললিত। তখনই ২২ বছরের আরিফকে সকলে ধরে ফেলে। তবে ললিত (২৪) এলাকা ছেড়ে পালায়। রাজস্থানের কানোটার এসিপি ফুলচাঁদ মিনা জানান, ‘আমরা এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। দ্বিতীয় অভিযুক্তের খোঁজে শহরজুড়ে তল্লাশি চলছে। এই ঘটনায় গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতা ওই তরুণী জয়পুরে তাঁর কাকার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন বলে জানা যাচ্ছে।  এসিপি আরও জানান, ‘কানপুর থেকেই ওই বাস যাত্রীদের ভিড়ে ঠাসা ছিল। জায়গা না থাকায় আরিফ ও ললিত তরুণীকে কেবিনে এসে বসতে বলে।  রাত বাড়লে দুই চালক কেবিনের দরজা বন্ধ করে দিয়ে তরুণীকে গণধর্ষণ করে। এদিকে দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল বলেন, নির্ভয়া কাণ্ডের ১১ বছর পেরিয়ে গেলেও পরিস্থিতি বদলায়নি। নির্ভয়ার সেই করুণ পরিণতির কথা স্মরণ করে মালিওয়াল বলেন, ‘২০১২ সালে নির্ভয়ার সঙ্গে এক জঘন্য অপরাধ ঘটেছিল। সেই যন্ত্রণা বুকে নিয়েই তিনি মারা যান। সারা দেশ প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল। কিন্তু তার এতগুলো বছর পরও আমরা একই জায়গায় দাঁড়িয়ে। দিন দিন মহিলাদের উপর অত্যাচারের ঘটনা বাড়ছে।’