ঘুরতে গিয়ে ওড়িশায় বাস দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হওয়া বাংলার ৬ পর্যটকের কফিনবন্দি দেহ ফিরল হাওড়ায়। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনায় নিহত পর্যটকদের দেহ এসে পৌঁছয় হাওড়ার উদয়নারায়ণপুর বাস স্ট্যাণ্ডে। এর পর সেখান থেকে মৃত ৫ জনের দেহ সুলতানপুর গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন প্রতিবেশীরা। সেখানেই নিহত পর্যটকদের শেষ শ্রদ্ধা জানান গ্রামবাসীরা। হাওড়ার সুলতানপুর গ্রামের ৭০জন বাসিন্দা গত রবিবার বাস ভাড়া করে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে ঘুরতে বেড়িয়েছিল। মঙ্গলবার রাত ১২টা নাগাদ ওড়িশার গঞ্জাম জেলার ভঞ্জনগর থানার দুর্গাপ্রসাদ গ্রামের কাছে কলিঙ্গঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যুরিস্ট বাসটি উল্টে যায়। ওড়িশার দারিংবাড়ি থেকে কলিঙ্গঘাট হয়ে বিশাখাপত্তনম যাওয়ার পথেই মঙ্গলবার রাতে দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় মৃত্যু হয় বাংলার ৬ বাসিন্দার। নিহতরা হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার উদয়নারায়ণপুর ব্লকের সুলতানপুর গ্রামের বাসিন্দা। মৃতদের নাম যথাক্রমে মৌসুমি দেড়ে, রিমা দেড়ে, সুপ্রিয়া দেড়ে, সঞ্জীব পাত্র, বর্ণালী মান্না ও স্বপন গুছাইত। তবে স্বপনবাবু হুগলি জেলার বাসিন্দা ছিলেন। ঘটনায় আহত হয়েছেন ২৫জন। তাঁদের গঞ্জম জেলা হাসপাতালে ভর্তি করা হয়। রাজ্যের পর্যটকদের মৃত্যুতে বুধবার শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। শোক জ্ঞাপন করার পাশাপাশি মৃত ও আহতদের দ্রুত ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করার কথা জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। এর পর বৃহস্পতিবার ভোরে নিহত পর্যটকদের দেহ ফিরে এল নিজেদের গ্রামে।