দেশ

তামিলনাড়ু বিষমদকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, চিকিৎসাধীন ১১৮

তামিলনাড়ুর কাল্লাকুরিচিতে বিষমদ পান কাণ্ডে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ চিকিৎসাধীন ১১৮ জন ৷ এদের মধ্যে ৩০ জনের অবস্থা সঙ্কটজনক ৷ অসুস্থদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নজর রাখছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷ মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য়ের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷ কাল্লাকুরিচির ডিস্ট্রিক কালেক্টর প্রশান্ত এমএস জানিয়েছেন, এখনও পর্যন্ত ২৯টি দেহ তাদের পরিবার বা আত্মীয়ের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ তিনি বলেন,” কাল্লাকুরিচি, জিপমের, সালেম ও মুনদিয়ামবাকাম সরকারি হাসপাতালে মোট ১৬৫ জন ভর্তি ছিল ৷ এর মধ্যে শেষ খবর পাওয়া অনুযারী ৪৭ জনের মৃত্যু হয়েছে ৷ এখনও ১১৮ জন ভর্তি রয়েছে ৷ যাদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক ৷ তবে একটা ভালো খবর, এখনও পর্যন্ত তিনজন সুস্থ হয়ে উঠেছেন ৷”