দেশ

পঞ্জাবে বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১০৮, গ্রেপ্তার ৩৭

পঞ্জাবে বিষমদের ঘটনায় আরও চারজনের মৃত্যু হয়েছে ৷ এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১০৮ ৷ অন্যদিকে, এই ঘটনায় আরও ১২ জনকে গ্রেপ্তার করেছে পঞ্জাব পুলিশ ৷ তাদের মধ্যে দু’জন ব্যবসায়ীও রয়েছে ৷ গতকাল তাদের গ্রেপ্তার করা হয় ৷প ঞ্জাবের মুখ্যমন্ত্রী যে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তাতে অভিযুক্ত ছয় জন পুলিশ ও সাত জন আবগারি আধিকারিক-সহ সমস্ত সন্দেহভাজনের বিরুদ্ধেও তদন্তের কথা বলা হয়েছে ৷ এই ঘটনায় আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ যা নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭ ৷ এই ধৃতদের মধ্যে পাঁচ বিষমদ মাফিয়াও রয়েছে ৷ ডিজিপি দিংকার গুপ্তা জানান, আরও ৮জনকে এই ঘটনার অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে ৷ যাদের মধ্যে লুধিয়ানার ওই রং ব্যবসায়ী রাজেশ জোশিও রয়েছে ৷ ওই ব্যবসায়ীই এই পুরো মাফিয়া চেনের মুখপাত্রের মতো কাজ করেছে বলে মনে করা হচ্ছে ৷