দেশ

অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে মৃত বেড়ে ১৬, নিখোঁজ বহু

অমরনাথে প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে হল ১৬ ৷ শুক্রবার বিকেলে মেঘ ভেঙে বৃষ্টিতে প্রাথমিকভাবে ১৫ জনের মৃত্যুর খবর সামনে এসেছিল ৷ আজ, শনিবার সকালে এনডিআরএফ, ডিজি অতুল কারওয়াল জানান সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৬। একইসঙ্গে উদ্বেগ বাড়িয়ে প্রায় ৪০ জন নিখোঁজ ৷ তিনি বলেন, “এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে, এটা নিশ্চিত ৷ প্রায় ৪০ জনের সন্ধান পাওয়া যাচ্ছে না ৷ কোনও ভূমিধস না-হলেও বৃষ্টি চলছে ৷ তবে তা উদ্ধারকার্যে কোনও বাধা হয়ে দাঁড়ায়নি ৷ চারটি এনডিআরএফ দলে ১০০-রও বেশি কর্মী কাজ করছেন ৷ এছাড়া ভারতীয় সেনা, বিএসএফ, এসডিআরএফ, সিআরপিএফ এবং অন্যরাও উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন ৷” পুলিশের এক আধিকারিক শনিবার জানিয়েছেন, অমরনাথে মেঘ ভাঙা বিপর্যয়ের উদ্ধারকার্য আরও দ্রুত গতিতে হচ্ছে ৷ আইটিবিপি-র পিআরও বিবেক কুমার পাণ্ডে বলেন, “উদ্ধারকার্যের গতি বাড়ানো হয়েছে ৷ স্থানীয় প্রশাসনের হিসেব অনুযায়ী 30-40 জন নিরুদ্দেশ ৷ অমরনাথ গুহার আবহাওয়া এখন পরিষ্কার ৷ আহতদের হেলিকপ্টারে বেস ক্যাম্পে নিয়ে আসা হচ্ছে ৷ এখনও পর্যন্ত যাত্রা স্থগিত রয়েছে ৷ আমরা পুণ্যার্থীদের এগোতে নিষেধ করছি ৷”