‘তাহলে আমরা যা ভাবছিলাম তাই’! দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পর, এবার ISF–বিজেপি যোগাযোগ ফাঁস করলেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। কীভাবে? ফেসবুকে হোয়াটসঅ্যাপের বেশ কয়েকটি স্ক্রিনশট পোস্ট করেছেন তিনি। যদিও এই কথোপকথনের সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ। পঞ্চায়েত ভোটে মনোনয়ন শুরু হতেই উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। অভিযোগ, মনোনয়ন পেশ করতে বাধা দেওয়া হচ্ছে ISF প্রার্থীদের। বৃহস্পতিবার ছিল শেষদিন। সেদিন পরিস্থিতি চরম আকার নেয়। ভাঙড়ে ২ নম্বর বিডিও অফিসের সামনে মুড়ি-মুড়কির মতো বোমা পড়ে। সঙ্গে গুলিও! গুলিবিদ্ধ হয়ে এখনও পর্যন্ত মৃত ২। একজন ISF কর্মী, আর একজন তৃণমূলকর্মী। হাসপাতালে চিকিৎসাধীন আরও বেশ কয়েকজন। এদিকে পঞ্চায়েত ভোটে কাকে প্রার্থী চান? সাধারণ মানুষের মতামত জানতে কোচবিহার থেকে জনসংযোগ যাত্রা শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূচির নাম, ‘তৃণমূলে নবজোয়ার’। সেই কর্মসূচি শেষ হল এদিন। শেষদিনে কাকদ্বীপে নবজোয়ার কর্মসূচিতে যোগ দেন তৃণমূলনেত্রী। নওশাদ সিদ্দিকির নাম না করে তিনি বলেন, ‘বিজেপির কাছে থেকে টাকা নিয়ে গন্ডগোল পাকিয়েছে। ভাঙড়ের ঘটনা তো, কিছু গুন্ডা করেছে, মারা গিয়েছে আমার ২ সহকর্মী। তৃণমূল কংগ্রেস করেনি’। রাতে ফেসবুক পোস্টে দেবাংশু লেখেন, ‘তাহলে আমরা যা ভাবছিলাম তাই! শেষ বিধানসভা নির্বাচন চলাকালীন নওশাদ সিদ্দিকীর সঙ্গে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গী ও কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের কথোপকথন প্রকাশ্যে’! সঙ্গে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট।