রবিবার আত্মঘাতী হয়েছেন জনপ্রিয় তেলেগু কোরিওগ্রাফার চৈতন্য। নিজস্ব বাসভবন থেকেই উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত মৃতদেহ। তাঁর মৃত্যুর কারণ হিসেবে জানা গিয়েছে, চৈতন্য অনেক টাকার ঋণে জর্জরিত ছিল, যথা সময়ে পরিশোধ করতে না পারায় মৃত্যুর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অন্ধ্র প্রদেশের নেলোরে তাঁর নিজস্ব বাসভবনেই আত্মহত্যা করেছেন কোরিওগ্রাফার। চৈতন্যকে শেষবার জনপ্রিয় তেলেগু নাচের অনুষ্ঠান ধী-তে দেখা গিয়েছিল। ইন্ডিয়া টুডের সূত্র অনুযায়ী, চৈতন্য মৃত্যুর ঠিক আগে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে জানান যে, তিনি ঋণ পরিশোধ করতে পারছেন না, তাই লাখ লাখ টাকার আর্থিক প্রতিশ্রুতি দ্বারা তিনি আবদ্ধ। তাঁর কথায়, “আমার মা, বাবা এবং বোন আমাকে কোনও সমস্যার সম্মুখীন হতে না দিয়ে আমার ভালো যত্ন নিয়েছেন। আমি আমার সকল বন্ধুদের কাছে আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী। আমি অনেক লোককে বিরক্ত করেছি, এবং সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমি অর্থের বিষয়ে অনেক ভুল করেছি। শুধু ঋণ নিলেই তো হবে না, ঋণ পরিশোধ করার সামর্থ্যও থাকতে হবে। কিন্তু আমি তা করতে পারিনি। বর্তমানে, আমি নেলোরে আছি, এবং এটাই আমার শেষ দিন। আমি আমার ঋণের সঙ্গে সম্পর্কিত সমস্যাগুলি আর সহ্য করতে পারছি না।”