দেশ

জরুরি অবস্থা ঘোষণা ঠাকুমার ভুল সিদ্ধান্ত ছিল: রাহুল গান্ধী

‘জরুরি অবস্থা ঘোষণা তাঁর ঠাকুমার ভুল সিদ্ধান্ত ছিল।’ -আমেরিকার কর্নেল ইউনিভার্সিটির অধ্যাপক অর্থনীতিবিদ কৌশিক বসুর সঙ্গে আলোচনায় বসে এমনটাই বললেন রাহুল গান্ধী। ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা নিয়ে আজও কংগ্রেস দলকে শুনতে হয় নানান কথা।সেখানে জরুরি অবস্থা নিয়ে ইন্দিরা গান্ধীর সিদ্ধান্ত নিয়ে মুখ খোলায় কংগ্রেসে অভ্যন্তরে শুরু হয়েছে কোন্দল। ইন্দিরার শাসনকালে ১৯৭৫ থেকে ’৭৭ পর্যন্ত টানা ২১ মাস জরুরি অবস্থার প্রসঙ্গ উঠে আসে রাহুল গান্ধী ও অর্থনীতিবিদ কৌশিক বসুর সঙ্গে খোলামেলা আলোচনায়।রাহুল বলেন, “আমার মনে হয় ওটা ভুল সিদ্ধান্ত ছিল। এ নিয়ে কোনও সন্দেহ নেই। ঠাকুমা নিজেও তা মেনেছিলেন। কিন্তু কংগ্রেস কখনও দেশের সাংবিধানিক পরিকাঠামোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেনি। সত্যি কথা বলতে কী, কংগ্রেসের সেই ক্ষমতাও নেই। আমাদের দলীয় পরিকাঠামোই তাতে অনুমোদন দেয় না।’’ জরুরি অবস্থার সময় গেরুয়া শিবিরের বহু নেতাকে জেলবন্দি করা হয়েছিল। বর্তমানে বিজেপি যখন ক্ষমতায়, তা নিয়ে লাগাতার আক্রমণের মুখে পড়েছে কংগ্রেস আর সেসময় রাহুলের এধরনের মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। গত বছর জুন মাসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে গান্ধী পরিবার এবং কংগ্রেসকে তুলোধনা করেন। তারপর  রাহুল গান্ধীর এধরনের মন্তব্য নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠছে। রাহুল এদিন বলেন, ‘‘প্রাতিষ্ঠানিক ভারসাম্যই আধুনিক গণতন্ত্রের পরিচয়। প্রতিষ্ঠানগুলি স্বাধীন ও স্বতন্ত্রভাবে কাজ করে। বর্তমানে আরএসএস সেই স্বাধীনতার ওপর আঘাত হানছে।”