দেশ

ফুঁসছে ঘূর্ণিঝড় মিগজাউম, জারি সতর্কতা

দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় তৈরির খবর আগেই জানানো হয়েছিল। ইতিমধ্যেই তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী এক-দুদিনের মধ্যেই তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে বলে জানা গিয়েছে। তখন এর নাম হবে ঘূর্ণিঝড় মিগজাউম। ৪ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মিগজাউম। অন্ধ্রপ্রদেশে উপকূলে ঘূর্ণিঝড় মিগজাউম আছড়ে পড়লেও ঠিক কোথায় তা পড়বে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। কিন্তু ল্যান্ডফলের পর উত্তর এবং উত্তর-পূর্বে বাঁক নিতে পারে এই ঘূর্ণিঝড়। তা যত হবে ততই এই দুর্যোগ পশ্চিমবঙ্গের উপকূলের কাছে এগিয়ে আসবে। এর জেরে বৃষ্টির সম্ভাবনাও তৈরি হতে পারে।  ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝড়বৃষ্টির সতর্কতার সঙ্গে মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।