ক্রাইম

দিল্লির স্কুটি দুর্ঘটনা কাণ্ডে মেলেনি ধর্ষণের প্রমাণ, ময়না তদন্তের রিপোর্টে দাবি চিকিৎসকদের

দিল্লিতে গাড়ির নীচে প্রায় ৮ কিলোমিটার ঘষটে নিয়ে গিয়ে যুবতীর মৃত্য়ুর ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট সামনে এল। রিপোর্ট অবশ্য় দাবি করা হয়েছে, মৃত্য়ুর আগে যুবতীর উপরে যৌন নিপীড়ণ চালানো হয়েছে অথবা ধর্ষণ হয়েছে, ময়নাতদন্তে এরকম কোনও প্রমাণ মেলেনি। কুড়ি বছর বয়সি ওই যুবতীর গোপনাঙ্গেও এমন কোনও আঘাত মেলেনি যাতে বলা যায় যে ধর্ষণ হয়েছে। বর্ষবরণের রাতে দিল্লিতে অঞ্জলি সিং নামে ২০ বছর বয়সি এক যুবতীকে গাড়ির নীচে ঘষটে নিয়ে গিয়ে যাওয়ার অভিযোগ ওঠে পাঁচ মদ্য়প যুবকের বিরুদ্ধে। যুবতীর মায়ের অভিযোগ ছিল, মৃত্য়ুর আগে তাঁর মেয়েকে ধর্ষণ করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন তিনি। ইতিমধ্য়েই ঘটনায় পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ঘটনার সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। দিল্লির সুলতানপুরী এলাকায় ওই গাড়িটির সঙ্গে অঞ্জলির স্কুটির সংঘর্ষ হয়। প্রায় ১২ কিলোমিটার রাস্তায় গাড়ির নীচে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। যার জেরে মৃত্য়ু হয় ওই তরুণীর। বছর কুড়ির অঞ্জলির সিং-এর এই পরিণতি দেখে শিউড়ে উঠেছে গোটা দেশ। অঞ্জলির সঙ্গে তাঁর এক বান্ধবীও স্কুটিতে ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। ঘটনার পর ভয় পেয়ে তিনি ঘটনাস্থল ছেড়ে পালান। ইতিমধ্য়েই সেই বান্ধবীকে খুঁজে বের করে তাঁর বয়ান রেকর্ড করেছে পুলিশ। কয়েকজন যুবককেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পার্টিতে তাঁদের সঙ্গে সেই যুবকদের কথা বলতে দেখা গিয়েছে। অন্যদিকে অঞ্জলির পরিবারের তরফে দিল্লি পুলিশের বিরুদ্ধে চাপ সৃষ্টির অভিযোগ করা হয়েছে। তাঁর পরিবার অভিযোগ করেছেন, দিল্লি পুলিশ অঞ্জলির দ্রুত অন্ত্যোষ্টি ক্রিয়ার জন্য চাপ দিচ্ছে। তাঁদের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত তাঁরা নিজের মেয়ের দেহ দাহ করবেন না।