দেশ

সশরীরে আদালতে হাজিরার নির্দেশ, বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

আবগারি দুর্নীতি মামলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিল দিল্লি রাউজ অ্যাভিনিউ কোর্ট৷ এই মামলায় ইডি-র পাঁচটি সমন উপেক্ষা করেছেন অরবিন্দ কেজরিওয়াল৷ এর পরেই তাঁর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি৷বিচারক জানিয়েছেন, আগামী ১৭ ফেব্রুয়ারি অরবিন্দ কেজরিওয়ালকে আদালতে হাজিরা দিতে হবে৷ যদিও দিল্লির মুখ্যমন্ত্রী আদালতের এই নির্দেশ মানেন কি না, তা এখনও নিশ্চিত নয়৷ গত শুক্রবারও কেজরিওয়ালকে হাজিরা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল ইডি৷ যদিও কেন্দ্রীয় এজেন্সি এই সমন মানেননি কেজরিওয়াল৷ এর পরই শনিবার কেজরিওয়ালের বিরুদ্ধে আদালতে নতুন মামলা করে ইডি৷ আম আদমি পার্টি অবশ্য প্রথম থেকেই দাবি করে আসছে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কেজরিওয়ালকে সমন পাঠানো হচ্ছে৷ ইডি-র এই সমন বেআইনি বলেও দাবি করেছে আপ৷ ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া৷