ফের চাকরি দেওয়ার নাম করে রাজধানীর বুকে দিনের পর দিন ধরে চলে আসছে প্রতারণা। দিল্লি সাইবার পুলিশের একটি দল খোঁজ চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে। চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের থেকে দিনের পর দিন ধরে টাকা হাতিয়ে গিয়েছে তাঁরা। সাইবার প্রতারণার অভিযোগে গ্রেফতার ৯ অভিযুক্ত। দিল্লি সাইবার পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমান সংস্থায় চাকরি দেওয়ার নাম করে বেকার ছেলে মেয়েদের ঠকিয়ে এসেছে ওই প্রতারকের দল। দেশের বিভিন্ন রাজ্য থেকে নিজেদের প্রতারণার কর্মকাণ্ড পরিচালনা করতেন তাঁরা। নয়ডা, উত্তরপ্রদেশ, দ্বারকা, দিল্লি প্রমুখ। বিগত আট মাস ধরে পুলিশ খোঁজ চালাছে তাঁদের। অবশেষে দিল্লি সাইবার পুলিশের নাগালে এসেছেন তাঁরা। ৯ দলের সদস্য গ্রেফতার হয়েছেন চাকটি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে।