অরবিন্দ কেজরিওয়ালের জামিন মামলায় নয়া মোড়। বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করেছিল ট্রায়াল কোর্ট। সেই নির্দেশ মতো শুক্রবার বেলাতেই তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু, দিল্লি হাইকোর্টের সিদ্ধান্তে এখনই মিলছে না মুক্তি। আচমকাই এই মামলায় জরুরি শুনানি ডাকা হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুরের রায়ের বিরোধিতা করে জরুরি শুনানির আবেদন জানিয়েছিল ED। সেই আবেদনে সাড়া দিল দিল্লি হাইকোর্ট। শুনানি না হওয়া পর্যন্ত ট্রায়াল কোর্টের রায় কার্যকর হবে না বলে জানিয়েছে দিল্লির শীর্ষ আদালত। ফলে আপাতত তিহাড় জেল থেকে মুক্তি হচ্ছে না দিল্লির মুখ্যমন্ত্রীর। ট্রায়াল কোর্ট অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করার পরই দিল্লি হাইকোর্টে এর বিরোধিতা করে আর্জি জানিয়েছিল ED। ট্রায়াল কোর্টের রায়ের পর শুক্রবার বেলাতেই তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার কথা ছিল কেজিরওয়ালের। তাঁর আইনজীবীর দাবি ছিল, ED-র কাছে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ নেই। এই মর্মেই তাঁর জামিন মঞ্জুর করেছিল ট্রায়াল কোর্ট। কিন্তু, সেই জামিনের নথিতে স্বাক্ষর করার জন্য ৪৮ ঘণ্টায় সময় চেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের দাবি ছিল, উচ্চ আদালতে না যাওয়া পর্যন্ত যেন এই রায় স্থগিত রাখা হয়। যদিও এই দাবি মানেনি ট্রায়াল কোর্ট। রাতেই জামিন দেওয়া হয় দিল্লির মুখ্যমন্ত্রী। এক লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয় তাঁর।