দেশ

ফের বাড়ল রক্ষাকবচের মেয়াদ, কয়লা পাচার মামলায় ১০ মে পর্যন্ত স্বস্তি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের

 কয়লা পাচার মামলায় রক্ষাকবচের মেয়াদ বাড়ল রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের। আগামী ১০ মে পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না, বুধবার এমনটাই জানালো দিল্লি হাইকোর্ট। কয়লা পাচার মামলায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করেছে ইডি। হাজিরা এড়াতে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। বুধবার সেই মামলার শুনানি ছিল মন্ত্রী-বিধায়কদের জন্য নির্ধারিত বিশেষ বেঞ্চে। আগের শুনানিতে ইডির বক্তব্য জানতে চেয়েছিল আদালত। এদিন ইডির আইনজীবীরা মলয়ের বিরুদ্ধে হলফনামা জমা দেন। তবে আদালত আগামী ১০ মে পর্যন্ত শুনানি স্থগিত করে দিয়েছে।