দেশ

মিলল না রক্ষাকবচ, রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক-কে কলকাতাতেই জিজ্ঞাসাবাদের ডাকতে হবে ইডিকে

রক্ষাকবচ না পেলেও কয়লাপাচার সংক্রান্ত ইডির মামলায় কিছুটা স্বস্তি পেলেন মলয় ঘটক। কলকাতায় পূর্ণাঙ্গ অফিস থাকা সত্ত্বেও কেন তাঁকে বারবার দিল্লিতে তলব করা হচ্ছে, এই উল্লেখ করেই আদালতের দ্বারস্থ হন রাজ্যের আইনমন্ত্রী। আবেদনে হাতিয়ার করেন এই সংক্রান্ত অন্য আর এক মামলায় দিল্লি হাাকোর্টের নির্দেশ ও তাঁর বয়সের বিষয়টি। ইডির তরফে বলা হয় ১২ বার সমন পাঠানো হলেও ১১ বারই তা এড়িয়ে গিয়েছেন মলয়। এই সময় পর্যবেক্ষণে বিচারপতিরা বলেন, তাঁরা বিস্মিত। তবে তাঁকে কলকাতায় জিজ্ঞাসাবাদে সবুজ সংকেত দিয়েছে বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চ। বলা হয়েছে, জিজ্ঞাসাবাদের ২৪ ঘন্টা আগে দিতে হবে নোটিস। কলকাতা পুলিশ এবং রাজ্যের মুখ্যসচিবকেও জানাতে হবে সমনের সময় ও স্থান, যাতে ইডি আধিকারিকদের তদন্তে কোনও বাধা না আসে।