দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার আবেদন মঞ্জুর করল সিবিআই। রবিবার সকালে সিবিআইয়ের কাছ থেকে হাজিরার জন্য কদিন সময় চেয়ে আবেদন করেছিলেন আবগারি দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত দিল্লির উপ মুখ্যমন্ত্রী। সেই আবেদনেই সাড়া দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে, এখনই জানানো হয়নি তলবের পরবর্তী দিনক্ষণ। জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে মণীশকে ফের সমন পাঠানো হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। শনিবারই মণীশ সিসোদিয়া ট্যুইট করে জানান, আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের তাঁকে তলব করেছে সিবিআই রবিবার তাঁকে সিবিআইয়ের সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। তিনি ট্য়ুইটে লেখেন, ‘সিবিআই আগামিকাল আমায় আবার ডেকেছে। আমার বিরুদ্ধে সিবিআই, ইডির সমস্ত ক্ষমতা ব্যবস্থা করেছে। আমার বাড়ি তল্লাশি করেছে, ব্য়াঙ্কের লকার তল্লাশি করেছে, কিন্তু আমার বিরুদ্ধে কোনও প্রমাণই মেলেনি। আমি দিল্লির শিশুদের জন্য সুশিক্ষার ব্যবস্থা করেছি শুধু। ওরা আমাকে থামাতে চায়। আমি সর্বদাই তদন্তে সহযোগিতা করেছি এবং আগামিদিনেও তা করব।’