দেশ

২ হাজার কোটি টাকার বিনিময়ে ‘বিক্রি’ হয়েছে শিবসেনার প্রতীক, বিস্ফোরক দাবি সঞ্জয় রাউতের

বাবা বালাসাহেব ঠাকরের তৈরি দল শিবসেনা হাতছাড়া হয়েছে ঠাকরে পরিবারের। বাবার ঐতিহ্যবাহী দল এবং তার নির্বাচনী প্রতীক দুই-ই হারিয়েছেন উদ্ধব ঠাকরে। গত শুক্রবার জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, এখন থেকে শিবসেনা নাম এবং তার দলীয় প্রতীকের অধিকারী মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে শিবিরেরই। যদিও ওই দিনই কমিশনের এই রায়ের বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার কথা ঘোষণা করেছে উদ্ধব ঠাকরে শিবির। কিন্তু, রবিবার আরও একটি চাঞ্চল্যকর দাবি করলেন উদ্ধব ঘনিষ্ঠ সাংসদ সঞ্জয় রাউত। তাঁর দাবি, শিবসেনা-র নাম এবং চিহ্ন ব্যবহার নিয়ে বড়সড় ব্যবসায়িক ডিল হয়েছে। অন্তত ২০০০ কোটি টাকার বিনিময়ে শিবসেনা-র নাম এবং দলীয় প্রতীক কিনেছে শিন্ডে শিবির। এদিন রাউত একটি ট্যুইটে লেখেন, “আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে, শিবসেনা-র নাম এবং প্রতীক কেনার জন্য ২ হাজার কোটি টাকার ডিল হয়েছে। টাকার অঙ্কটা এর চেয়ে বেশিও হতে পারে। তবে খবর ১০০ শতাংশ সত্যি। কিছু দিনের মধ্যেই যাবতীয় সত্যি ঘটনা সকলের সামনে চলে আসবে। ভারতের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে বলে মনে হয় না।” যদিও, সঞ্জয় রাউতের এই দাবিকে গুরুত্বই দিচ্ছে না শিন্ডে শিবির। একনাথ শিন্ডে ঘনিষ্ঠ বিধায়ক সদা সাভারকরের কটাক্ষ, “সব শুনে মনে হচ্ছে উনি কোনও ক্যাশিয়ার!”