দেশ

চার্জশিট দিতে পারেনি দিল্লি পুলিশ, জঙ্গি-যোগে ধৃত ডিএসপি-র জামিন

নির্ধারিত সময়ের মধ্যে দিল্লি পুলিশ চার্জশীট না দেওয়ায় একটি মামলায় জামিন পেলেন জম্মু ও কাশ্মীরের সাসপেন্ডেড ডি এস পি দাভিন্দার সিং। যাকে হিজ-বুল-মুজাহিদিন জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখার অপরাধে গ্রেপ্তার করা হয়েছিলো।এদিনই এই ঘটনায় অপর ধৃত ইরফান শফি মীরেরও এদিন জামিন হয়। বিচারপতি ধর্মেন্দ্র রানা দিল্লি পুলিশের আনা এই মামলায় দু’জনের জামিন মঞ্জুর করেন। আইন অনুসারে ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি দিল্লি পুলিশ।যদিও এই মামলায় জামিন পেলেও ডিএসপি দাভিন্দার সিং-কে এখনও জেলেই থাকতে হবে। কারণ তাঁর বিরুদ্ধে এনআইএ-র করা মামলায় তিনি এখনও জামিন পাননি। এই মামলা প্রথমে দায়ের করেছিলো জম্মু ও কাশ্মীর পুলিশ। পরে সেই মামলা হাতে নেয় এনআইএ।