এদিন সকালে বড়সড় দুর্ঘটনার সাক্ষী রইল দিল্লি। এদিন সকাল ৯টা নাগাদ রাজধানী শহরের কারোল বাগ এলাকায় আচমকাই ভেঙে পড়ল একটি বিল্ডিংয়ের একাংশ। যার জেরে ধ্বংসস্তুপের নীচে আটকে পড়েন বেশ কিছু মানুষ। স্থানীয় সূত্রে খবর, সেই সংখ্যা ১০-এরও বেশি। দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি উদ্ধারকাজে নামে প্রশাসন। কয়েক ঘণ্টার চেষ্টায় কমপক্ষে ৮ জনকে উদ্ধার করতে সক্ষম হয় এনডিআরএফ, ফায়ার সার্ভিস ও দিল্লি পুলিসের বাহিনী। তবে আরও বেশ কিছু মানুষ আটকে রয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পুলিস সূত্রে খবর, এখনও জোরকদমে ধ্বংসস্তুপ সরানোর কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইঞ্জিন। ধ্বংসস্তুপের নীচে আরও মানুষ আটকে থাকতে পারে, সেই বিষয়টি মাথায় রেখেই তড়িঘড়ি উদ্ধার কাজ চালানো হচ্ছে। আহতদের উদ্ধারের পর তাঁদের দ্রত হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।