দেশ

দিল্লির দাঙ্গা নিয়ে অতিসক্রিয় হতে গিয়ে হাইকোর্টে মুখ পুড়ল দিল্লি পুলিশের, ৪টি এফআইআর বাতিল করল আদালত

দিল্লির দাঙ্গা নিয়ে অতিসক্রিয় হতে গিয়ে কোর্টে মুখ পুড়ল দিল্লি পুলিশের। দিল্লি পুলিশ ৫টি এফআইআর দায়ের করে। দিল্লি হাইকোর্ট ৪টি এফআইআর বাতিল করে দিয়েছে। হাইকোর্ট বলেছে, একই ঘটনায় পৃথকভাবে পাঁচটি এফআইআর দায়ের করা যায়না। এই ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশও রয়েছে। দিল্লি হাইকোর্টের বিচারপতি সুব্রহ্মণিয়মের প্রশ্ন, একই অভিযোগ এক অভিযুক্তের বিরুদ্ধে দিল্লি পুলিশ কী করে পাচঁটি এফআইআর রুজু করে? পাঁচটি অভিযোগের ভিত্তিতে দায়ের করা পাঁচটি চার্জশিট প্রায় এক, চার্জশিটের বয়ানও প্রায় এক, যে প্রতিটি চার্জশিটে অভিযুক্তও একজন। তাছাড়া পাঁচটি চার্জশিটে যে সব অভিযোগ আনা হয়েছে তাও প্রায় একই রকম। আদালতের মন্তব্য, ‘একই ঘটনার জন্য পাঁচটি পৃথক এফআইআর দায়ের হতে পারে না। যদি তাই হয় তাহলে সেটা সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী।’ ২০২০ দিল্লি দাঙ্গায় মৌজপুর এলাকায় অগ্নি সংযোগের ঘটনায় দিল্লি পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে পাঁচটি ভিন্ন এফআইআর দায়ের করা হয়েছিল গত বছর মার্চে। সেই মামালার শুনানিতে এভাবেই দিল্লি পুলিশকে কটাক্ষ করেছে হাইকোর্ট। দিল্লি পুলিশের এই ভূমিকা দেখে হাইকোর্ট কার্যত বিস্মিত।