দেশ

ফের ধাক্কা খেলেন কেজরিওয়াল, বেঁধে দেওয়া হল আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সময়

আবার ধাক্কা খেলেন  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সুপ্রিম কোর্টে আবেদন উল্লেখের আগেই ধাক্কা রউজ অ্যাভিনিউ আদালতে। তিহাড় জেলে নিজের আইনজীবীদের সঙ্গে সপ্তাহে ৫ বার দেখা করার আর্জি জানিয়েছিলেন কেজরিওয়াল। এখন সপ্তাহে দু-বার আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান কেজরিওয়াল। কেজরিওয়ালের যুক্তি ছিল, দেশজুড়ে তাঁর বিরুদ্ধে ৩০টি মামলা চলছে। তাই আইনজীবীদের সঙ্গে সপ্তাহে দু-বার সাক্ষাৎ পর্যাপ্ত নয়। এই আবেদনের বিরোধিতা করে ইডির বক্তব্য ছিল, সপ্তাহে দু-দিন আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ যথেষ্ট। এর থেকে বেশি সময় দেওয়া হলে তিনি তথ্য লোপাট করতে পারেন। তাছাড়া তিনি জেলে বসে সরকার চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাই আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ একটি অজুহাত মাত্র। রউজ অ্যাভিনিউ আদালত অরবিন্দ কেজরিওয়ালের আর্জি খারিজ করে দিয়েছে।