কলকাতা

মহারাষ্ট্রে গণতন্ত্রের ওপর বুলডোজার চালাচ্ছে বিজেপি, তোপ মমতার

মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট এখনও কাটেনি ৷ বরং যত সময় যাচ্ছে, তা আরও তীব্র আকার ধারণ করেছে ৷ এই অবস্থায় শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে বিজেপি-কে আক্রমণ করে তিনি বলেন, “গণতন্ত্রকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ৷ আমি এই ঘটনায় হতাশ ৷ মহারাষ্ট্র সরকারের বিচার পাওয়া উচিত ৷”  তিনি বলেন, মহারাষ্ট্রে গণতন্ত্রের ওপর বুলডোজার চালানো হয়েছে। সরাসরি বললেন, ‘অনৈতিক ও অসাংবিধানিক ভাবে মহারাষ্ট্রে সরকার ফেলার চেষ্টা করছে বিজেপি।’ মমতা বললেন, ‘দেশে গণতন্ত্র কোথায়! যে আপনার বিরোধিতা করবে, তাঁকেই ইডি-সিবিআই দিয়ে হেনস্থা করবেন। আজ ত্রিপুরায় ভোটের নামে কী হয়েছে, আপনারা সকলেই দেখেছেন। একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার এ ভাবে গণতন্ত্রকে হরণ করতে পারে!’ মমতার মতে, হাওয়ালার টাকা দিয়ে শিবসেনার বিধায়কদের কিনে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আজ মহারাষ্ট্রে হয়েছে, এমন কাল অন্য রাজ্যে হতেই পারে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পাশে দাঁড়িয়েছেন মমতা। বলছেন, উদ্ধবের সঙ্গে অন্যায় হয়েছে। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আমি উদ্ধবের হয়ে সুবিচার চাইছি। কারণ, আমি নিশ্চিত, মহারাষ্ট্রে সরকার ফেলার পর আরও অনেক রাজ্যে একই ভাবে সরকার ফেলার ফন্দি আঁটছে বিজেপি। এটা কি গণতন্ত্র! আমি বলতে চাই, এ ভাবে গণতন্ত্রকে মেরে ফেলবেন না।’ এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সিবিআই, ইডি-র কথাও বলেছেন মমতা। বললেন, অন্যায়ভাবে তাঁর দলের ২০০ জনকে সিবিআই এবং ইডি-র নোটিস পাঠানো হয়েছে, যাঁরা কেউই অভিযুক্ত নন।