দেশ

‘নোটবন্দী কালো টাকার পরিমাণ কমিয়েছে, দেশের প্রগতিতে সাহায্য হয়েছে’, বর্ষপূর্তিতে টুইট প্রধানমন্ত্রীর

২০১৬ সালের ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, মধ্যরাত থেকে ১০০০ টাকা ও ৫০০ টাকার নোট বাতিল করা হয়ে যাবে । কালো টাকা উদ্ধারে কেন্দ্রের সেই প্রয়াসে সামিল হয়েছিল গোটা ভারত । এটিএম কাউন্টারগুলির বাইরে ঘণ্টার পর ঘণ্টা লাইনের সেই দৃশ্য । মারা যান প্রচুর মানুষ। আজও পুরোপুরি মুছে যায়নি সেই দিনগুলির স্মৃতি । দেখতে দেখতে চার বছর পেরিয়ে গেল । আজ আরও একটা ৮ নভেম্বর । আজ নোটবন্দীর বর্ষপূর্তিতে টুইট করেছেন প্রধানমন্ত্রী । টুইটারে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “নোটবন্দী কালো টাকার পরিমাণ কমিয়েছে । বেশি পরিমাণে কর জমা পড়েছে । কর ব্যবস্থায় স্বচ্ছতা আরও বেড়েছে । এই সবের কারণে দেশের প্রগতিতে সাহায্য হয়েছে ।”