বিগত কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে বিক্ষিপ্তভাবে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে মানুষ। বর্তমানে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আগামী দুই থেকে তিন দিন দক্ষিণের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে। এই মুহুর্তে দীঘার কাছাকাছি অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি। রাজ্যের খুব কাছ দিয়ে মূলত পশ্চিমের জেলা গুলির পাশ দিয়ে যাবে নিম্নচাপটি। যার ফলে আজ, রবিবার, উপকূল এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি রয়েছে। উপকূল এলাকায় ঝোড়ো হাওয়া বইবে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। রবিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও ঝাড়গ্রামে। ভারী বৃষ্টির কারণে উপকূলে জারি হয়েছে সতর্কতা। দিঘা, মন্দারমণির সৈকতে পর্যটকদের সমুদ্রে নামতে বারণ করা হয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ১৪ তারিখ কলকাতাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। ১৫ তারিখে কলকাতায় হালকা বৃষ্টি হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী দুই দিন ১৩ ও ১৪ ওপরের পাঁচটি জেলা বৃষ্টিপাত বেশি হবে। বৃষ্টিপাত শুরু হলে দক্ষিণবঙ্গে তাপমাত্রা খানিকটা কমবে। উত্তরবঙ্গে ও বৃষ্টিপাত শুরু হলে তাপমাত্রা কমবে।