কলকাতা

নিম্নচাপের জের, জেলায় জেলায় দিনভর দুর্যোগ

 রবিবারও দুর্যোগের ঘনঘটা, আজও বৃষ্টিতে ভিজবে শহর থেকে জেলা। গভীর নিম্নচাপ এখনও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। নিম্নচাপের কারণেই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। আজও ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি জেলাতে। এদিন সকাল থেকে আকাশের মুখ ভার, দফায় দফায় কখনও ভারী তো কখনও মাঝারি বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণে সব জেলাতে।  দুর্যোগে দুর্ভোগ বাড়ছে স্থানীয়দের। সঙ্গে অনেক এলাকায় ডুবে গিয়েছে চাষের জমি। গাছ পড়ে অবরুদ্ধ হয়ে পড়েছে রাস্তা। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। অতিবৃষ্টি এবং ঝড়ের দাপটে বিপর্যস্ত হলদিয়ার বেশ কিছু এলাকা । কাঁথি ,এগরা,তমলুক ,পাঁশকুড়া, কোলাঘাট এলাকায় বিভিন্ন জায়গায় জমা জলের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । রাস্তায় গাছ পড়ে চলাচলের সমস্যা সৃষ্টি করে । ঝড়ের দাপটে পড়ে যায় বিদ্যুতের খুঁটি । বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে ডুবে থাকে। উড়ে যায় বেশ কিছু বাড়ির চালও। শনিবার থেকেই বাংলার একাধিক জেলায় দুর্যোগ শুরু হয়েছে। IMD তরফে জানানো হয়েছে, ১৪ ও ১৫ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। রবিবার কলকাতা ও লাগোয়া জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ বৃষ্টি শুরু হয়েছে।ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।