কয়লা পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আজই দিল্লিতে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। কিন্তু গেলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। চিঠি দিয়ে না যাওয়ার কারণও ব্যাখ্যা করেছেন রুজিরা। রুজিরাকে জেরা করতে চেয়ে ইডি চিঠি পাঠায়। ওই চিঠিতে অভিষেক-পত্নীকে দিল্লি আসতে বলা হয়েছিল। সূত্রের খবর, ইডিকে রুজিরা জানিয়েছেন, প্রথমত তিনি দুই সন্তানের জননী। এছাড়া কোভিড পরিস্থিতিতে এত কম সময়ের মধ্যে দিল্লি যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। দেশের করোনা পরিস্থিতি খুব একটা স্বস্তিকর জায়গায় নেই। দুই সন্তানকে নিয়ে এই অবস্থায় দিল্লি যাওয়া তাঁর এবং তাঁর দুই সন্তানের পক্ষে অত্যন্ত ঝুঁকি হয়ে যাবে। ইডি চাইলে তাঁর বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে। ইডিকে পাঠানো চিঠিতে রুজিরা জানিয়েছেন, কলকাতাতেও এই তদন্ত সংস্থার দফতর রয়েছে। তাঁর বাড়িও কলকাতায়। সুতরাং, ইডি চাইলে তাঁর বাড়িতে এসে তাঁকে (রুজিরাকে) জিজ্ঞাসাবাদ করতে পারে। পূর্ণ সহযোগিতা করবেন তিনি।