কলকাতা

Dev on Ghatal: মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই ফের ঘাটালে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি: দেব

রবিবার কলকাতায় প্রধান ছবির পঞ্চাশ দিনের সাফল্য উদযাপনের অনুষ্ঠানে যোগ দিয়ে ঘাটালে তাঁর প্রার্থী হওয়া নিয়ে ধোঁয়াশায় ইতি টানেন দেব৷ তিনি আগামী লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চান না বলে বেশ কিছু দিন ধরেই ইঙ্গিত দিয়েছিলেন দেব৷ ঘাটালের তারকা সাংসদের মনোভাব বুঝতে পেরেই তাঁকে বোঝাতে উদ্যোগী হয় তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷ তৃণমূল সূত্রে আগেই জানা গিয়েছিল, সাংসদ হিসেবে কাজ করতে গিয়ে ঘাটালে দলেরই কয়েকজন নেতার ভূমিকায় ক্ষুব্ধ ছিলেন দেব৷ দলীয় নেতৃত্বকেও অতীতে সেই অভিযোগ জানিয়েছিলেন তিনি৷ শনিবার ক্যামাক স্ট্রিটে দেবের সঙ্গে বৈঠক করে কাজ করতে গিয়ে কী সমস্যা হচ্ছে তা জানতে চান অভিষেক৷ এর পর কালীঘাটে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেন দেব৷ এর পরেই ফের প্রার্থী হওয়ার ইঙ্গিত দেন তিনি৷ দেবের কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কোনওদিনই ফেরাতে পারব না৷ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই ফের ঘাটালে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি৷ ঘাটালবাসীর জন্য দশ বছরে যা যা করতে, এবারে তা করতে চাই৷ ঘাটাল মাস্টার প্ল্যানও হবেই৷ মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করবেন৷’