জেলা

ঘাটালের ৩ প্রশাসনিক পদ থেকে আচমকা ইস্তফা দিলেন দেব

লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা। নিজের সংসদীয় এলাকা ঘাটালের তিন প্রশাসনিক পদ থেকে আচমকা ইস্তফা দিলেন তৃণমূলের  তারকা সাংসদ দেব। শনিবার ঘাটাল মহকুমা হাসপাতালের  রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। পাশাপাশি ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের সহ সভাপতি পদও ছেড়েছেন দীপক অধিকারী। প্রত্যেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন দেব। কিন্তু কী কারণে তাঁর এই সিদ্ধান্ত, সে বিষয়ে মুখ খুলতে চাননি তিনি। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, তাঁর পদত্যাগের খবর জানা নেই। উল্লেখ্য, ঘাটালের সাংসদ হওয়ার কারণে এই সব পদে ছিলেন দেব। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, ইদানিং দলের সঙ্গে বিশেষ করে ঘাটাল উৎসব থেকে শুরু করে বেশ কয়েকটি বিষয়ে দেবকে বাদ দিয়ে দলেরই একটি গোষ্ঠী কাজ করতে চেয়েছেন। যা তিনি ভালোভাবে মেনে নিতে পারেননি। তার পর থেকে দেবের সঙ্গে দলের দূরত্ব বাড়ছিল। দেব ঘাটালে দলের এই সমস্যা মেটাতে চাইলেও আরেক গোষ্ঠী তা চায়নি বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে।