তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় নিয়ে উত্তাল চারদিক। শুরু হয়েছে আন্দোলন। অপরাধীর শাস্তি চেয়ে পথে নেমেছেন অগুনতি মানুষ। এমন পরিস্থিতিতে ‘খাদান’-এর টিজার রিলিজ পিছিয়ে দিলেন দেব এবং ছবির প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস। একটি বিবৃতি জারি করে জানানো হয়, “সম্প্রতি আরজি কর হাসপাতালে যে দুঃখজনক এবং একই সঙ্গে ভয়ঙ্কর ঘটনায় ঘটে গিয়েছে, তাতে আমরা মর্মাহত, ক্ষুব্ধ। তাই আমরা আপাতত আমাদের ছবি ‘খাদান’-এর টিজার মুক্তি স্থগিত রাখছি।” দেব সেই ট্যুইটটি শেয়ার করে লিখেছেন, ‘চলুন সকলে একসঙ্গে রুখে দাঁড়াই।’ নির্মাতাদের তরফ থেকে এও জানানো হয় যে, এই মুহূর্তে তাঁরা শুধুমাত্র এই অপরাধের বিচার চান। প্রয়াত জুনিয়র মহিলা চিকিৎসকের পরিবারকে সহানুভূতি জানিয়েছেন তাঁরা। বিবৃতিতে লেখা, “বিচার পেতে আমরাও তাঁদের পাশে আছি।” দেবের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। তবে দেবের মতোই একই সিদ্ধান্ত নিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। বুধবার ছিল তাঁদের ছবি বহুরূপীর টিজার লঞ্চের অনুষ্ঠান। আরজি করে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে তাঁরাও পিছিয়ে দিয়েছেন ছবির টিজার লঞ্চ। নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছে টিম বহুরূপী। তাঁরাও দাবি জানিয়েছেন যে দোষীদের শাস্তি হোক।