তিনি করোনা আক্রান্ত হননি ৷ তাঁর কোভিড পজিটিভ হওয়ার খবর ভুল ৷ বুধবার দুপুরে টুইট করে এই খবর জানিয়েছেন অভিনেতা সাংসদ দেব ৷ টুইটে অভিনেতা লিখেছেন, “আমার করোনা আক্রান্ত হওয়া নিয়ে যে জল্পনা চলছে তা ভুল ৷ আজ সকালে আমার আরটি-পিসিআর টেস্ট হয়েছে, রাতে রিপোর্ট পাব ৷ প্রায় যুদ্ধের পরিস্থিতি ৷ সিনেমা, মেলা, বড় জমায়েত সবই এখন অপেক্ষা করতে পারে ৷” পরে অন্য় একটি টুইটে তিনি লেখেন, “নিজের প্রিয়জনেদের যত্ন নিন ৷” এদিন সকাল থেকেই জল্পনা রটেছিল দেব এবং তাঁর বান্ধবী রুক্মিণীর করোনা হয়েছে ৷ টুইট করে সেই গুজবই ওড়ালেন দেব ।