বিনোদন

অমিতাভের বাড়িতে ফের করোনা হানা, আক্রান্ত ২ কর্মচারী

অমিতাভ বচ্চনের বাড়িতে ফের করোনা হানা। তবে বিগ বি নন, করোনা আক্রান্ত হয়েছেন তাঁর বাড়ির দুই কর্মচারী। তাঁরা আইসোলেশনেই রয়েছেন। নিজের ব্লগে পোস্ট করা অমিতাভের বার্তা দেখে আশঙ্কা দেখা দিয়েছিল। তিনি লিখেছেন, বাড়িতে কোভিড পরিস্থিতি। তাই পরে যোগাযোগ করব। পরে খোঁজ নিয়ে জানা যান সপরিবারে সুস্থই রয়েছেন বিগ বি। তবে বাড়িতে করোনা হওয়ায় বেশ উদ্বিগ্নই রয়েছেন তাঁরা।