দেশ

ওমিক্রনের জের, ফের স্থগিত আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর পরিকল্পনা

আন্তর্জাতিক বিমান পরিষেবা আগামী ১৫ ডিসেম্বর থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সম্ভাবনা নেই ৷ আগে তেমনটাই ঘোষণা করা হলেও বিমান চলাচল নিয়ন্ত্রক ডিজিসিএ ১৫ ডিসেম্বর থেকে নির্ধারিত আন্তর্জাতিক বিমান পরিষেবা পুনরায় চালু করার পরিকল্পনা স্থগিত করেছে ৷ তা কার্যকর করার তারিখ পরবর্তীতে যথাসময়ে জানানো হবে । নভেম্বরেই কেন্দ্রীয় সরকার আন্তর্জাতিক বিমান পরিষেবা পরিচালনা স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছিল । করোনা প্যানডেমিক শুরুর পর গত বছর অর্থাৎ ২০২০-এর মার্চ থেকে ভারতে আন্তর্জাতিক বিমান আসা-যাওয়া স্থগিত রাখা হয় ৷ তারপর তা ফের চালুর পরিকল্পনার কথা ভাবা হলেও ডিজিসিএ এদিন জানাল, করোনার বর্তমান পরিস্থিতির কথা ভেবে আগামী ১৫ ডিসেম্বর থেকে নির্ধারিত আন্তর্জাতিক বিমান পরিষেবা পুনরায় চালু পরিকল্পনা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷