কলকাতা

মদ্যপ অবস্থায় বিমানের সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় এয়ার ইন্ডিয়াকে ৩০ লক্ষ টাকা জরিমানা করল ডিজিসিএ

ঘটনার দিন বিমানে থাকা ম্যানেজার, বিমানকর্মী, বিমানচালক-কে শোকজ করল ডিজিসিএ

এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রীর উপরে নেশাগ্রস্ত অবস্থায় প্রস্রাব করে দেওয়ার ঘটনায় বিমানসংস্থা এয়ার ইন্ডিয়াকে ৩০ লক্ষ টাকা জরিমানা করল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন, ডিজিসিএ। এছাড়াও, ঘটনার জেরে সেদিনের বিমানচালকের লাইসেন্স ৩ মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। বিমান সংস্থাকে জরিমানা ও  বিমানচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি, ঘটনার দিন এয়ার ইন্ডিয়ার বিমানে থাকা ম্যানেজার, বিমানকর্মী, বিমানচালক সকলকেই শো-কজ করেছে ডিজিসিএ। গত ২৬ নভেম্বর নিউ ইয়র্ক থেকে দিল্লি গামী এয়ার ইন্ডিয়ার বিমানে দেশে ফিরছিলেন এক প্রবীণ মহিলা। মাঝ রাস্তায়, তাঁর আসনের কাছে এসে, তাঁর গায়ে প্রস্রাব করে দেয় সেই বিমানেরই আরেক যাত্রী শঙ্কর মিশ্রা। এই কুকীর্তি করার সময়ে শঙ্কর নেশাগ্রস্ত ছিলেন বলে অভিযোগ। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার সম্মুখীন হয়ে তখনই বিমানকর্মীদের গোটা ঘটনার কথা জানিয়েছিলেন ওই মহিলা। কিন্তু, অভিযোগ, তাঁকে তাঁর আসনও বদলে দেওয়া হয়নি। অন্যের মূত্রে পরনের ভিজে যাওয়া পোশাক পরিবর্তন করতে নতুন পোশাক দেওয়া হয়েছিল মাত্র। এমনকি, অভিযুক্তের বিরুদ্ধেও কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি সেই দিন। বাধ্য হয়ে গোটা অভিজ্ঞতার কথা এয়ার ইন্ডিয়ার চেয়ারপার্সনকে ব্যক্তিগত ভাবে চিঠি লিখে জানান পেশায় নৃত্যশিল্পী ওই মহিলা। তারপরেই এমন বীভৎস ঘটনা সকলের সামনে আসে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখে অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা DGCA। পাকড়াও করা হয় অভিযুক্ত বিমান যাত্রী শঙ্কর মিশ্রাকেও। তাঁর বিরুদ্ধে মামলা চলছে আদালতে। অভিযুক্ত যাত্রীকেও ৪ মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ডিজিসিএ। এর আগে প্রাথমিক ভাবে ৩০ দিনের জন্য শঙ্করকে নিষিদ্ধ যাত্রীর তালিকায় রাখা হয়েছিল।